মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,নোয়াখালী কর্তৃক আয়োজিত কারাগারের ভেতর অবস্থানরত মাদকে অভিযুক্ত বন্দীদের সংশোধনার্থে মাদকের কুফল ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব অজিত দেব (আইসিটি ও শিক্ষা) জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী * সিভিল সার্জন নোয়াখালী অফিসের প্রতিনিধি জনাব ডা: নাইমা নুসরাত জেবিন* জেল সুপার জনাব মো: গোলাম দস্তগীর * সহকারী সার্জন জনাব ডা: সুমা কর ( কারা হাসপাতাল) * জেলার জনাব মনির হোসেন * সহকারী পরিচালক জনাব মো: আব্দুল হামিদ (মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,নোয়াখালী ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস