Wellcome to National Portal

নোয়াখালী জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে। ০১৭৬৯৯৭০৩৩১ তথ্য প্রদান কারী কর্মকর্তা।

Main Comtent Skiped

Title
Additional Deputy Commissioner Mr. Ajit Dev (ICT & Education) Office of the Deputy Commissioner, Noakhali
Details

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়,নোয়াখালী কর্তৃক আয়োজিত কারাগারের ভেতর অবস্থানরত মাদকে অভিযুক্ত বন্দীদের সংশোধনার্থে মাদকের কুফল ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব অজিত দেব (আইসিটি ও শিক্ষা) জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী * সিভিল সার্জন নোয়াখালী অফিসের প্রতিনিধি জনাব ডা: নাইমা নুসরাত জেবিন* জেল সুপার জনাব মো: গোলাম দস্তগীর * সহকারী সার্জন জনাব ডা: সুমা কর ( কারা হাসপাতাল) * জেলার জনাব মনির হোসেন * সহকারী পরিচালক জনাব মো: আব্দুল হামিদ (মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,নোয়াখালী ।

Attachments
Image
Publish Date
23/01/2024
Archieve Date
31/01/2024